Thursday, November 7, 2024

রিজার্ভ নেমেছে ২০ বিলিয়ন ডলারের নিচে

আরও পড়ুন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভ ১ হাজার ৯৪৪ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমেছে। এসময়, আকুর পাওনা বাবদ ১৩৭ কোটি ডলার বা ১ দশমিক তিন সাত বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিপিএম-৬ হিসাব অনুযায়ী ৫ সেপ্টেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৬ কোটি বা ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

প্রায় আড়াই মাস পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নামল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ