Friday, January 10, 2025

১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চলবে না এসব ফোনে

আরও পড়ুন

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বেশ কিছু মডেলের অ্যানড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে।

ফেসবুক, হোয়াটস‍অ‍্যাপ, ইনস্টাগ্রাম। যোগাযোগের মাধ‍্যম হিসেবে বহুল প্রচলিত এইসবকটি অ‍্যাপ। সোশ‍্যাল মিডিয়া ছাড়া সারাদিন ভাবতেই পারেন না অনেকে। কিন্তু নতুন বছর থেকেই দু:সংবাদ।

১ জানুয়ারি থেকে ২০টিরও বেশি অ্যানড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলিতে কাজ করা বন্ধ করে দেবে।

আরও পড়ুনঃ  ‘শেখ হাসিনার’ নতুন ফোনালাপ, ‘ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না’

১ জানুয়ারি এই সমস্ত স্মার্টফোন ব‍্যবহারকারীদের ফোনে হোয়াটসঅ‍্যাপে কোনও মেসেজ আসবে না আর কোনও মেসেজ যাবেও না।

একই অবস্থা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। কিন্তু হঠাত্‍ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা? বিপুল সংখ‍্যক ব‍্যবহারকারীর বিপদ বাড়তে চলেছে।

মেটার এই মেসেজিং প্ল‍্যাটফর্মগুলো ৩১ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলোতে। বেশিরভাগ পুরানো অ্যানড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এইসমস্ত স্মার্টফোনগুলো ১০ বছর আগে লঞ্চ হয়েছিল।

আরও পড়ুনঃ  ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

হোয়াটসঅ্যাপ ২০১৩ সালে চালু হওয়া অ্যানড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোর জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপারেটিং সিস্টেমসহ স্মার্টফোনগুলোতে কাজ করবে।

নতুন প্রযুক্তি আসার পর পুরাতন প্রযুক্তিকে আপগ্রেড করতে হবে এই স্মার্টফোনগুলোতে। না হলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে।

পুরানো অপারেটিং সিস্টেমগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা ব‍্যবস্থা নেই, ফলে হ‍্যাক করা খুব সহজ। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীদের একটি নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে হবে। তবে অ্যানড্রয়েডে কিটক্যাটে কাজ করা স্মার্টফোনের সংখ্যা খুবই কম।

আরও পড়ুনঃ  সামনে দুটি রাস্তা- হয় বিজয়, নয়তো শাহাদাত : শিবির সেক্রেটারি

কোন কোন স্মার্টফোনে কাজ করবে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম?

Samsung: Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini
Motorola: Moto G (1st Gen), Razr HD, Moto E 2014
HTC: One X, One X+, Desire 500, Desire 601
LG: Optimus G, Nexus 4, G2 Mini, L90
Sony: Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ