নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণে জড়ো হয়ে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান সুকোট উদযাপন করেছে হাজারো ইসরাইলি।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, রোববার (২০ অক্টোবর) ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরও সেখানে যোগ দেন। ওই অনুষ্ঠানে ইহুদিদের নিরাপত্তা দিলেও মুসলিমদের প্রবেশে বাধা দেয় পুলিশ।
এ সময় নানা রীতি নীতি পালন করতে দেখা যায় ইহুদিদের। লেবু, তাল মেদি গাছ আর গুল্ম জাতীয় ডাল ঝাঁকিয়ে প্রার্থনা করেন তারা। আল আকসার পশ্চিম পাশের দেয়ালের কাছে মাথা নত করে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন এ ইহুদিরা। আল আকসার এ দেয়ালকে নিজেদের ধর্মীয় ঐতিহ্যের অংশ বলে দাবি করেন তারা।
জর্ডান পরিচালিত জেরুজালেমের ইসলামিক সংস্থা জানায়, ইসরাইলের পুলিশের কড়া নিরাপত্তায় ইহুদিরা আল আকসা মসজিদের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষা গেট দিয়ে প্রবেশ করে।
ইহুদিদের অবস্থানের সময় মুসলিমদের মসজিদে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ সময় আল আকসার সামনে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে ইহুদিদের ধর্মীয় উৎসব পালন মুসলিমবিশ্বের অনুভূতিতে আঘাত হেনেছে বলে জানায় সংস্থাটি।
আনাদোলু আরও জানায়, এদিন জোর করেই জেরুজালেমে অবৈধভাবে বসতি গড়া প্রায় দেড় হাজার ইসরালি মসজিদের ভেতর প্রবেশ করে। ইহুদিদের এ অনুষ্ঠানে ইসরাইলের কট্টর ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির অংশ নেন বলে জানায় গণমাধ্যমটি।
তবে ইসরাইল তা অস্বীকার করেছে। গেল বছরেও জেরুজালেমে অবৈধভাবে বসতি স্থাপন করা ইসরাইলিরা আল আকসায় সুকোট উৎসব উদযাপন করেন।
ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এটি ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক। এটি ইহুদিদের কাছেও পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।
আল আকসা মসজিদ প্রাঙ্গণটি জর্ডান তত্ত্বাবধান করে থাকে। তবে সেখানে কাদের প্রবেশাধিকার থাকবে, তা ইসরাইল নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। ইহুদি এবং অন্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের জন্য আল আকসা প্রাঙ্গণে যাওয়ার অনুমতি দেয়া হয়। তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই।