Friday, November 8, 2024

গ্রেপ্তার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী

আরও পড়ুন

গাজায় মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এমন চাপের মধ্যেও গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৬৬ ফিলিস্তিনি।

সোমবার ২৯ এপ্রিল আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য জানায়। এছাড়াও গাজায় ইসরায়েলিদের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনপন্থীরা। এমনকি আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেতানিয়াহু ছাড়াও এতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং চিফ অফ স্টাফ হার্জি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এছাড়াও আইসিসি কর্তৃক বর্তমানে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডেরও তদন্ত করছে বলে জানানো হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে নেতানিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট। তিনি এক সংবাদ মাধ্যমকে জানান, নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধেও নেমেছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও।

বৈশ্বিক চাপের মধ্যেও গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি। রাফায় বর্তমানে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাই সেখানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস।

রাফায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাস যদি জিম্মি মুক্তি চুক্তি করে তাহলে গাজার শেষ নিরাপদস্থলে ইসরায়েলি সেনারা হামলা চালাবে না। তবে যুদ্ধবিরতির আলোচনায় স্থানীয় সময় সোমবার মিশরের কায়রোতে যাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনপন্থীরা। এতে কমপক্ষে সাড়ে ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।

এছাড়াও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাবু গেড়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ