বিয়ে মানে উৎসব আনন্দ। বিয়েকে ঘিরে বাড়তি অনুষ্ঠান সংস্কৃতিরই অংশ। ঠিক সেভাবে বোনের বিয়েতে সকলে মিলে আনন্দে মেতেছিলেন। তবে সে আনন্দ ক্ষণিকেই বিষাদে রূপ নিয়েছে। বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুদিন পরই বোনের বিয়ে। ঠিক করা হয়ে গেছে বিয়ের দিনক্ষণ। ফলে গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দে মেতেছিলেন সবাই। আর সেখানেই নাচছিলেন ১৮ বছর বয়সী ছোট বোন। এরপর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মিরাটে বোনের বিয়েতে নাচতে গিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। ওই তরুণীর নাম রিমশা। শুক্রবার সন্ধ্যায় বোনের হলুদ অনুষ্ঠানে নাচছিলেন তিনি।
সামাাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মঞ্চে তরুণী পরিবারের বাকি সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচের তাল মেলাচ্ছেন। এ পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। এরপরই ঘটে বিপত্তি।
UP : मेरठ में बहन के हल्दी प्रोग्राम में डांस कर रही रिमशा नामक युवती की मौत हुई। डॉक्टर इसे हार्ट अटैक बता रहे हैं। pic.twitter.com/FXa2cIzEh4
— Sachin Gupta (@SachinGuptaUP) April 28, 2024
একপর্যায়ে তাকে নিজের বুকে হাত দিয়ে চেপে ধরতে দেখা যায়। এরপর তিনি ঢলে পড়তে থাকেন। এ সময় পাশে থাকা ছেলেটির হাত শক্ত করে ধরা দাড়ানোর চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ওই তরুণীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর মৃত্যুর পর পরিবারে আনন্দ বিষাদে রূপ নেয়। ফলে কোনো ধরনের গান বাজনা ছাড়া কেবল পরিবারের ঘণিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।