Friday, November 8, 2024

মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের

আরও পড়ুন

এবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালিয়ে এক বন্দুকধারী। দেশটির সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা

এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ঘানি বলেন, একজন অপরিচিত বন্দুকধারী ব্যক্তি স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের ওপর গুলি চালায়। হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহর এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাটফর্মে তিনি বলেন, মসজিদে বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।

এদিকে রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীর হামলায় ৬ জন মুসল্লি নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে টোলে নিউজ বলছে, আফগানিস্তানের ওই মসজিদটি সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের।

বন্দুকধারীর হামলায় মসজিদের ইমামও প্রাণ হারিয়েছেন। কাবুলে অবস্থিত ইরানের দূতাবাস এ ঘটনায় শোক প্রকাশ করেছে। এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে এ অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস’র আধিপত্য রয়েছে। প্রায়ই তারা শিয়া সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানায়।

গত ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর সংখ্যালঘুসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সংখ্যালঘু রক্ষাকারী সম্প্রদায় বলছে তালেবান তাদের প্রতিশ্রুতি ঠিক মতো পালন করছে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ