নাগরিক জীবনে যানজট থেকে মুক্তি আর স্বল্প সময়ে আরামদায়ক ভ্রমণের জন্য আশীর্বাদ হয়ে এসেছে মেট্রোরেল। দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য যে কারো পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এ বাহনটি। তবে মাঝেমধ্যে নেতিবাচক হয়ে আলোচনায় আসে মেট্রোরেল।
এবার মেট্রোরেল আলোচনায় এসেছে দুই ব্যক্তির মারামারির কারণে। যেখানে জনপ্রিয় এ বাহনে দুই ব্যক্তির মারামারি ঠেকাতে গিয়ে চড় খেয়েছেন তৃতীয় আরেকজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুই যাত্রীর মারামারি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তি একে অপরকে কিল ঘুষি ও ধাক্কা মারছেন। এ সময় তাদের থামাতে এগিয়ে আসেন আরেক ব্যক্তি। তিনি তাদের মারামারি থামাতে গিয়ে উল্টো চড় খেয়ে বসেন। দুজনের মারামারি ঠেকাতে গিয়ে নিজে চড় খেয়ে ওই ব্যক্তিই হতভম্ব হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় নেটিজেনরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, মানুষ কেন মারামারি থামাতে যায় না এ ব্যক্তি তার অন্যতম প্রমাণ। এই আংকেল প্রমাণ করেছেন কেন মানুষের মারামারিতে এগিয়ে যাওয়া উচিত নয়। কেন তৃতীয় আংকেলকে পেটানো হলো?
আরেক ব্যক্তি লিখেছেন, নীল শার্ট পরা ব্যক্তি আসলে তাকে বাঁচাচ্ছিলেন। অথচ তিনিই চড় খেয়েছেন। আরেকজন লিখেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে কেবল চেয়ে চেয়ে দেখছিল।