যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস (২০) এর বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছে।
এর আগে এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল একটি ‘হত্যাচেষ্টা’।
ম্যাথিউ ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। এলাকাটি ট্রাম্প যেখানে সমাবেশ করছিলেন সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।
ভোটার-নিবন্ধন রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, থমাস ম্যাথিউ ক্রুকস একজন রিপাবলিকান হিসেবে নিবন্ধিত ছিলেন।
টমাস ম্যাথিউ ক্রুকস বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হয়েছেন বলে মনে ধারণা করা হচ্ছে। ওয়েস্টার্ন পেনসিলভেনিয়ার দ্য ট্রিবিউন-রিভিউ অনুসারে, তিনি ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ থেকে একই বছর ৫০০ ডলার ‘স্টার অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন।
হামলার কিছুক্ষণ আগেও ম্যাথিউ ক্রুকস এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে সজ্জিত ছিলেন বলে স্থানীয় অনেকে দেখেছেন বলে জানান। একাধিক প্রত্যক্ষদর্শী বলছেন, তারা ম্যাথিউ ক্রুকসকে গুলি করার আগে দেখেছিলেন এবং কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প যে মঞ্চে সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সেখান থেকে প্রায় ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদে অবস্থান করছিলেন ম্যাথিউ ক্রুকস।
৭৮ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলার পর সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করে। পুলিশ বলছে, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর গুলি চালানোর পিছনে ক্রুকসের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।