Thursday, November 7, 2024

সুগন্ধা পয়েন্টে ঘোরাঘুরির সময় পর্যটকের আকর্ষিক মৃত্যু

আরও পড়ুন

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে আকস্মিক ঢলে পড়ে গিয়ে মতিউর রহমান নামক ৪০ বছর বয়সী একজন পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ (২৭ এপ্রিল) শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটেছে। মতিউর রহমান কুমিল্লা জেলার বুড়িশ্চং এলাকার বাসিন্দা।

তাঁর মৃত্যু হওয়ার বিষয় নিশ্চিত করেছেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

তিনি বলেন, ‘আজ সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা গোসলরত পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে সৈকতে এক পর্যটক ঘোরাঘুরির একপর্যায়ে মোবাইল ফোনে কথা বলার সময় বালিয়াড়িতে ঢলে পড়ে অবচেতন হয়ে পড়েন।’

দায়িত্ব পালনরত লাইফ গার্ড কর্মীরা মতিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান ওসমান গণি। তিনি বলেন, ‘এ সময় সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, ‘সৈকতের লাইফ গার্ড কর্মীরা এক পর্যটককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ