ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে ভরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ৫ ট্রফি নিয়ে তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
চলতি মৌসুমেও আলোচনায় এই ব্যালন ডি’অর ট্রফি। কার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সম্মানজনক এই পুরস্কার। ইতোমধ্যে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন শিরোপা প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলবোদ্ধারা এবারের ট্রফির পাওয়ার ক্ষেত্রে ফেভারিট মনে করছেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছে তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
এদিকে কার হাতে উঠতে পারে ২০২৪ সালের ব্যালন ডি’অর ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে। তখন স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছিল, রদ্রি-বেলিংহ্যাম নয় পুরস্কারটি উঠবে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।
আগামী সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসে জমকালো আয়োজনে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। আগের মৌসুমের সেরা পারফর্মারদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে একজনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এবার অনুষ্ঠানস্থলে জানা যাবে ব্যালন ডি’অর জয়ীর নাম। যেমনটা বিগত বছরগুলোতে ছিল না।
এদিকে ২০২৪ এর ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণার আগে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়কে এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকা ও ইন্টার মায়ামি স্প্যানিশ তারকা ফুটবলার জর্দি আলবা। খবর এএস
স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, আমি ব্যালন ডি’অরকে কখনই খুব বেশি গুরুত্ব দেইনি, তবে আমার মতে লিওকে সবসময় সেখানে থাকা উচিত। হয়তো তিনি এখানে (এমএলএস) এসেছেন বলে তাকে কোনো গুরুত্ব দেয়া হয়নি, কিন্তু সে একটা পার্থক্য করে চলেছে।
আলবা আরও বলেন, যতবারই আমাকে মেসি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি বলি যে তাকে দেয়া যেতে পারে এমন সমস্ত পুরষ্কার তার প্রাপ্য, আমি মনে করি সে এখন পর্যন্ত বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমার কাছে সে সেরা।
এদিকে শুধু আলবাই নয় ইন্টার মায়ামি কোচ বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম জানাতে গিয়ে মেসির পক্ষেই নিজের মতামত দিয়েছেন। টাটা মার্টিনো বলেন, এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে ব্রাজিলিয়ানের। তবে এ পুরস্কারকে সেরার মানদণ্ড হিসেবে বিবেচনা করতে নারাজ তিনি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও তার কাছে এখনো বিশ্বের সেরা ফুটবলার তার শিষ্য মেসি।
তিনি আরও বলেন, এটা (ব্যালন ডি’অর) কখনো আমাকে আকর্ষণ করেনি। আমার কাছে এটাও স্পষ্ট না যে, পুরস্কারটি বিশ্বের সেরা খেলোয়াড়কে নাকি বছরের সেরা খেলোয়াড়কে দেয়া হয়। ভিনিসিয়ুস জুনিয়র সম্ভবত এগিয়ে আছেন (ব্যালন ডি’অরের দৌড়ে)। কিন্তু আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, কে বর্তমানে সেরা, আমি বলব মেসি।