Friday, November 8, 2024

অবশেষে ঢাকায় ফিরছেন হাথুরুসিংহে

আরও পড়ুন

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়া চট্টগ্রামে চলছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি। এর আগে দুবার ঢাকার ফেরার সময় জানিয়ে ছিলেন তিনি। তবে ফেরা হয়নি তার। এবার টাইগারদের প্রধান কোচের ফেরার নতুন সময় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে চলতি বছর এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে তারকা লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছিল বিসিবি। চুক্তিটা হয়েছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তানের সাবেক তারকা লেগ স্পিনারের কাজ মনে ধরে বিসিবির কর্তাদের।

সাবেক এ তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো আগ্রহ দেখায় বিসিবি। তবে এর আগেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি। ফলে আগ্রহ থাকলেও মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে তখন জানানো হয়েছিল চাইলে মাঝে মধ্যে খণ্ডকালীন চুক্তি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। আসন্ন পাকিস্তান সফরে আগে এ স্পিন বোলিং কোচকে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিসিবি কার্যালয়ে বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে বিসিবির এই কর্তা বলেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত।’

তবে ভবিষ্যতে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানান জালাল ইউনুস, ‘তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ছুটির আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জালাল ইউনুস জানান আগামী ২ আগস্ট দেশে ফিরে, পরদিন (৩ আগস্ট) পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতিতে যোগ দিবেন লঙ্কান এই কোচ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ