Thursday, November 7, 2024

রাজনৈতিক ইচ্ছায় বন্ধ হবে না ইন্টারনেট: বিটিআরসি

আরও পড়ুন

রাজনৈতিক বা অন্য কোনো কারণে ইন্টারনেট সেবা যেন কেউ বন্ধ করতে না পারে, তা নিশ্চিতের চেষ্টা করছে বিটিআরসি। এ লক্ষ্যে বিটিআরসিকে একটি স্বাধীন কমিশনে রূপান্তর করা হচ্ছে। এসব কথা জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারী।

সোমবার রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

এমদাদুল বারী জানান, যুগোপযোগী টেলিযোগাযোগ আইন প্রণয়নের কাজ চলছে। ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কমানোর লক্ষ্যে বিটিআরসি কাজ করছে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া যাবে না।

আলোচনায় বক্তারা অভিযোগ করেন, মোবাইল অপারেটররা মাত্র ৩০ শতাংশ টাওয়ারকে অপটিক্যাল ফাইবারের সাথে যুক্ত করেছে। এতে সেবা বঞ্চিত হচ্ছে গ্রাহক। ঝুলন্ত তারের জঞ্জাল নিরসনে এনটিটিএন অপারেটরের সক্ষমতা বাড়ানো ও অ্যাকটিভ শেয়ারিংয়ের দাবি জানান, আইএসপি অপারেটররা।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মো. এমদাদ উল বারী বলেন, ‘আজকের দিনে ইন্টারনেট সেবা পানি, বিদ্যুতের মতো মানুষের মৌলিক অধিকারের অংশ হয়ে যাওয়া উচিত। যদিও আইন তাই বলে না, কিন্তু অনুশীলন তাই হয়ে যাওয়া উচিত। এমন কোনো কিছু হওয়া উচিত না, যাতে করে ইন্টারনেট বন্ধ করার কারোর সুযোগ থাকে অথবা কোনো কারণ থাকে অথবা কোনো কারণ ঘটে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ