Friday, January 10, 2025

এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ

আরও পড়ুন

৩ই জানুয়ারী ছিলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের ৩ জানুয়ারী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রয়াত নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলটির নেতাকর্মীরা। তবে দিনটিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মাঝে কয়েকদিন চুপ থাকলে ও বিয়ে কান্ডে নতুন করে আলোচনায় আসার পর আবারও আওয়ামী লীগকে নিয়ে কথা বলা শুরু করেছেন তিনি।

সম্প্রতি সাত বিয়ে নিয়ে যখন সমালোচনা শুরু হয় তখন ফেসবুকে এ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। একইদিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের নেতাকর্মীদের নিয়ে
বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আইনজীবী সাইফুলের জানাজা কখন, জানালেন সারজিস

তবে এর ঠিক কয়েক ঘণ্টা যেতে না যেতেই আবারও আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছেন সোহেল তাজ। এবার সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ‘হাঁটে হাড়ি ভাঙা’ প্রথম পর্ব-শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লিখেন, “সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন।”

আরও পড়ুনঃ  আমলাতন্ত্রের গ্যাঁড়াকলে দেশ? সচিবদের কাছে উপদেষ্টাদের নির্ভরতা নাকি জিম্মিদশা!

শেখ হাসিনা সৈয়দ আশরাফের ৩ জানাজা পড়া নিয়ে নারাজ ছিলেন জানিয়ে সোহেল তাজ লিখেন, “তিনি তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ‘ও এত বড় কি হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?’

সোহেল তাজ আরও লিখেন, “প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না।

উল্লেখ্য দিয়ে সোহেল তাজ বলেন, “আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হইতো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে।”

আরও পড়ুনঃ  বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের পরিচয়

নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ বলেন, “গণহত্যা, গুম, খুন, নির্যাতনকারী, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডিলীগ চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি।”

এর আগে ২৯ ডিসেম্বর ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করে আবারও আলোচনায় আসেন সোহেল তাজ। তার হবু স্ত্রী আয়রন গার্ল খ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ