সৎ এবং নীতিবান অফিসারদের একত্রিত করে পুলিশ বাহিনী ঢেলে সাজানোর আহবান জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আরেফ। মঙ্গলবার (৬ আগস্ট) তিনি এ আহ্বান জানান।
আব্দুল্লাহ আরেফ বলেন, কর্মঠ এবং নীতিবান পুলিশ অফিসারদের বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রাপ্য পদোন্নতি থেকেও বঞ্চিত রাখা হয়েছে। কিন্তু পুরস্কৃত করা হয়েছে অনৈতিক এবং পথভ্রষ্ট অফিসারদের। যার প্রভাব পড়েছে পুলিশ বাহিনীতে। জনগণের কাছে পুলিশ অনেকটা আতঙ্কের নাম। সাধারণ মানুষকে হয়রানি এবং যাকে তাকে তুলে এনে পুলিশ ভীতিকর অবস্থার সৃষ্টি করে রেখেছিল।
অতি দ্রুত এই অবস্থা পরিবর্তনের আহবান জানিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর সময় হয়েছে। মানুষের আস্থার জায়গা পৌঁছাতে কর্মঠ অফিসারদের নেতৃত্বে আনতে হবে। যারা পেশাগত জীবনে সৎ কিন্তু দুর্নীতিবাজদের কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত- তাদেরও কাজ করার সুযোগ দিতে হবে
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, দীর্ঘ বছর অধিকার বঞ্চিত মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন। পুলিশ জনগণের বন্ধু কেবল কাগুজে কথা নয়; এটি বাস্তবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশ বিনির্মাণে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।