রাজনীবিদরা যদি স্টুপিডের মতো কাজ না করে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর হবে না বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন ড. কর্নেল (অব.) অলি আহমদ।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে যারা বর্তমান রাজনীতিতে আছি, তারা যদি স্টুপিডের মতো কাজ না করে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কখনও বাংলাদেশের রাজনীতিতে আর হবে না। এটার জন্য দায়ী শেখ মুজিব এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। জনগণ নয়। অনুমাননির্ভর কোনো কিছু বলতে পারব না। আল্লাহ যাকে চায় সে ক্ষমতায় আসবে। ক্ষমতা তো কারও বাপের সম্পত্তি নয়। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন। আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন। হাসিনাকে লাঞ্ছিত করেছে। ভবিষ্যতে নির্বাচন হলে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, তাদের মধ্যে হয়তো যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ্ পুরস্কৃত করবেন।’
কর্নেল অলি বলেন, ‘শেখ হাসিনা সরকারের শাসনামলে এবং সাম্প্রতিক সময়ে বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে বলেন, শেখ হাসিনার যেসব বুদ্ধিজীবীরা আছে তাদের গ্রেপ্তার করা উচিত। কারণ, তারা দেশদ্রোহী। এখনও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। ড. মশিউর রহমান, এইচটি ইমামের বংশধর এগুলো দেশদ্রোহী লোক।’
তিনি আরো বলেন, ‘যে সমস্ত লোক হাসিনাকে সাহায্য করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এটা মিডিয়া জগতের হোক, রাজনৈতিক জগতের হোক তাদেরকে রোস্ট করা উচিত। কারণ, এই দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য তারা তাকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছে। সবসময় তাকে চাটুকারিতার মাধ্যমে উৎসাহ দিয়ে বিভিন্নভাবে প্রেরণা দিয়ে মানুষের উপর অত্যাচার বেশি করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মিডিয়া যদি শক্তিশালী ভূমিকা পালন করত, নিরপেক্ষ ভূমিকা পালন করতো তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হতো না। আমি যদি ভুল করে আমার বিরুদ্ধে কথা বলেন। কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহর গজবের সামিল হবেন।’