Friday, November 8, 2024

আবু সাঈদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

আরও পড়ুন

কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান মির্জা ফখরুল।

সেখানে গিয়ে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ আগস্ট) সকালে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই কোটা সংষ্কার আন্দোলন শুরু হয়। বিভিন্ন কর্মসূচি দিয়ে তা চলতে থাকে। এরপর ১৬ জুলাই আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরে ১৭ জুলাই রংপুর পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ