ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার হুদাপাড়া সীমান্তে ৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ের পরিচালক কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৯৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া মাছপাড়া নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চালক।
পরবর্তীতে চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি চালিয়ে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কেচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভেতর হতে ৬টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।