কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিঙ্গাপুর প্রবাসী স্বামীর গলা ব্লেড দিয়ে কেটে হত্যাচেষ্টা করেছে স্ত্রী। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভোট হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মঈনুদ্দিন। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, মঈনুদ্দিন কয়েকবছর ধরে সিঙ্গাপুরে থাকায় তার স্ত্রী সোমা পরকীয়ায় জড়িয়ে পড়েন। কয়েকদিন আগে স্বামী বিদেশ থেকে আসে। শনিবার সন্ধ্যায় তাকে গলা কেটে পালিয়ে যান তিনি। পরে আহত অবস্থায় মঈনুদ্দিনকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুনঃ