Thursday, November 7, 2024

ভূমি অফিস যেন ঘুষের হাট, টাকা ছাড়া মেলে না সেবা

আরও পড়ুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ভূমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা। সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান নিজেই কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন।

সরেজমিন দেখা যায়, চরাদি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান চরাদি গ্রামের সেবাগ্রহীতা লতিফ হাওলাদার থেকে প্রকাশ্যে ১ হাজার ৮০০ টাকা ঘুষ গ্রহণ করছেন এবং ওই টাকা নিজের পকেটে রাখছেন। এরপর তিনি সেবাগ্রহীতাকে বলছেন, আপনি চলে যান। আরও ৩ হাজার ২০০ টাকা নিয়ে এলে কাজ হয়ে যাবে।

ঘুষের লেনদেনের বিষয়টি জানতে চাইলে ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান কিছুটা বিচলিত হয়ে বলেন, জমির কর হিসাবে ১ হাজার ৮০০ টাকা নিয়েছি। তার কাছে আরও ৩ হাজার ২০০ টাকা বকেয়া রয়েছে।

১ হাজার ৮০০ টাকা কেন অগ্রিম নিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি টাকা পরে দেবে; তাই টাকা রাখা হয়েছে। ঘুষের টাকা গ্রহণের একটি ভিডিও দেখিয়ে টাকার পরিমাণ নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে চুপ হয়ে যান।

আরও জানা গেছে, খাজনার দাখিলের জন্য (ভূমি উন্নয়ন করের রসিদ) সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রসিদ দেওয়া হয় সরকারি হিসাবে। এসবের মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এ ভূমি সহকারী কর্মকর্তা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নাম খারিজের বেলায় সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকা হলেও অতিরিক্ত হিসাবে আট থেকে ১০ হাজার টাকা এমনকি ব্যক্তিভেদে ১৫ হাজার টাকা পর্যন্ত নেন ওই কর্মকর্তা। দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা তালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইশমাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চরাদি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের ঘুষ গ্রহণের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ