টাঙ্গাইলে এক টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৪৭ জন শিশু-কিশোর। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর শহরের কাগমারা শাহী জামে মসজিদে মো. সোলায়মানের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে খুশি মুসল্লিরা। ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।
জানা যায়, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান মসজিদে নামাজ পড়তে এসে মুসল্লির সংখ্যা কম দেখতে পান। মসজিদে মুসল্লির উপস্থিতি বাড়াতে এবং শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগে নেয়া হয়। এতে যারা মসজিদে একটানা ৪০ দিন জামাতে নামাজ করবেন তাদের জন্য পুরষ্কারের ঘোষণা দেন সোলায়মান। এতে মসজিদে শিশু-কিশোরদের উপস্থিতি বাড়তে থাকে। সে হিসেবে শুক্রবার নামাজ আদায়ের ৪০ দিন শেষ হয়।
ঘোষণা অনুযায়ী ৪৭ জন শিশু কিশোরদের পুরষ্কার বিতরণ করা হয়। যারা প্রথম হয়েছে তাদের ছাতা, ঘড়ি এবং টুপি দেয়া হয়। দ্বিতীয় ও তৃতীয়দের টুপি ও ঘড়ি উপহার হিসেবে দেয়া হয়।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
নামাজে অংশ নেয়া শিশু-কিশোররা জানায়, শুধুমাত্র পুরস্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরস্কারের ঘোষণা দেয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়।
উদ্যোক্তা মো. সোলায়মান বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ হাতে নেয়া হয়। তাদের পুরস্কার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। এটি দেখে যেনো বয়ষ্কদের নামাজের প্রতি আগ্রহ বাড়ে।