ফ্রান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় দুইজনকে হাস্যজ্বল দেখা গেছে।
বিষয়টি জানিয়ে পিনাকী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে। এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।
সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ।
জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নেটিজেনরা বেশ গুরুত্বের সঙ্গেই এই সাক্ষাৎ নিয়েছেন। একজন লিখেছেন, ২৪ এর নায়ক পিনাকি দাদা ও আসিফ মাহমুদকে একসাথে দেখে মনটা ভরে গেলো। বিপ্লবী সরকারের সফলতার জন্য পিনাকি দাদাকে কিভাবে সরাসরি কাজে লাগানো যায়, সে বিষয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি। দু’জনের জন্যে অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।
সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ড সফরে গেছেন। একইসঙ্গে সুইজারল্যান্ড গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।