Friday, January 10, 2025

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান!

আরও পড়ুন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নতুন জীবনের পথে পা রেখেছেন। বাংলাদেশের পাশাপাশি আমেরিকায় জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষে পেশাদার কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত মেকওভার স্টুডিও ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ মেকওভার এডুকেটর হিসেবেও কাজ করছেন এবং কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন।

আরও পড়ুনঃ  শাস্তিটা বেশি দিয়ে ফেইলেন না, চিঠি ইস্যুতে জয়

নবদম্পতির ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্ত-অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

আমরাও তাহসান খান এবং রোজা আহমেদের নতুন জীবনের জন্য অসীম শুভকামনা জানাই। তাদের দাম্পত্য জীবন সুখময় এবং সমৃদ্ধ হোক।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ