মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এ ভাষণের পর মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সিনেটর স্যান্ডার্স বলেন, নেতানিয়াহুর কারণে হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে। ফিলিস্তিনে সহায়তা বন্ধ অব্যাহত রেখেছে তার চরমপন্থি সরকার। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক বলেও সমালোচনা করেন তিনি।
ভাষণ বর্জন করা ডেমোক্র্যাট নেতারা বলছেন, তারা গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তার বাড়ানোর এ ভাষণে অংশ নিতে চান না। ইসরায়েলের হামলায় গাজায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন সিনেটর ক্রিস ভ্যান বলেন, ইসরায়েলে সমর্থন বাড়ানোর চেষ্টা নেতানিয়াহুর এ ভাষণ। আমি এ প্রতারণার অংশ হতে চাই না।
নেতানিয়াহুর ভাষণ বর্জন করাদের মধ্যে উল্লেখযোগ্য সিনেটররা হলেন, সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য ও ডেমোক্রেট নেতা নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি, ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারে।
কেবল সিনেট নয়, প্রতিনিধি পরিষদের সদস্যরাও নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। এ তালিকায় উল্লেখযোগ্যরা হলেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসেসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ।