ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ১৫ আগস্টের শোক দিবসের ছুটি নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে চাকরিজীবী ও শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে এ বিষয়ে জানতে চাচ্ছেন।
তবে কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি ছুটির প্রজ্ঞাপনের কোনো পরিবর্তন না এলে ১৫ আগস্ট সরকারি ছুটি বহালই থাকছে।
শিক্ষাবিষয়ক একটি নিউজপোর্টাল বুধবার (৭ আগস্ট) রাতে একাধিক অবসরপ্রাপ্ত ও পদে বহাল সরকারি কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলে।
সরকারি কর্মকর্তাদের ভাষ্য, ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন বহাল থাকলে তাতে উল্লেখিত সব ছুটি বহাল থাকবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করলে বা সংশোধিত ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করলে, সে অনুসারে ছুটি নির্ধারিত হবে।