কোটা সংস্কার ও তৎপরবর্তী সরকার পতনের এক দফা আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৯ আগস্ট) বিকাল তিনটার দিকে আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, মাহিন সরকার, হাসিব আল ইসলাম, রিফাত রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমন্বয়করা ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের খোঁজখবর নেন এবং তাদের তালিকা করেন। এরপর ঢামেকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়করা।
সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে গিয়ে আমরা করুণ একটি চিত্র দেখতে পেয়েছি। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। প্রথম মুক্তিযুদ্ধেও পাকিস্তানি বর্বর বাহিনী মনে হয় এভাবে গুলি চালায়নি। সেটি আমরা দেখিনি। কিন্তু এখন এসব দৃশ্য দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আহত হয়েছে তাদের প্রয়োজন অনুযায়ী সিএমএইচ বা বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তারা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও এ সরকারই করবে।