গুণী অভিনেত্রী রোকেয়া প্রাচী। অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও প্রযোজনাতেও দেখা গেছে তাকে। দেশের রাজনীতিতেও তিনি বেশ সক্রিয়। এবার পুড়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ এর বাড়িতে মিছিল নিয়ে ফেরার ঘোষণা দিলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার ঘোষণা ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। অনেকেই আবার ফোন বন্ধ করে চলে গেছেন আত্মগোপনে।
তবে ব্যতিক্রম দেখা যায় এই অভিনেত্রীকে। সামাজিত যোগাযোগ মাধ্যেমে সরব আছেন তিনি। ফেসবুকে ঘোষণা দিয়েছেন ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হওয়ার। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা জেগে উঠবো এই ধ্বংস থেকে। জেগে উঠবো আগুনে পোড়া ৩২ এর এই ঘর থেকে। জেগে উঠবো নিভে যাওয়া ছাই থেকে। জ্বালিয়ে পুড়িয়ে ভেবেছ সব সাহস পুড়েছে? পুড়েছ তোমরা! আমরা বাঙালি এই ছাইভস্ম থেকেই উঠবো আবার আগুন হয়ে জেগে! জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
৫ আগস্টের পর থেকেই ফেসবুক রাজনৈতিক পোস্ট নিয়ে আরও বেশি সরব হন রোকায়ে প্রাচী।