ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, অসুস্থ হাজী মোহাম্মদ সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তাকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এ আদেশ দেন।
এদিন বিকেলে হাজী সেলিমকে আদালতে হাজির করা হয়। সে সময় কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাঠগড়ায় তোলা হয়। হেলমেট খুলে ফেলে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তিনি মাথা নেড়ে নাকচ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল দখলের অভিযোগও হাত নাড়িয়ে অস্বীকার করেন। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরোনো।
পুরান ঢাকার বহুল আলোচিত হাজী সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইমান সেলিম। তার আরেক ছেলে ইরফান সেলিম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দুই ভাইও পলাতক রয়েছেন। ৫ আগস্টের পর পুরান ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তারাও আসামি বলে জানা গেছে।