Thursday, November 7, 2024

মৃত্যুর কত কাছাকাছি আপনি, ইঙ্গিত দেবে এই ক্যালকুলেটর

আরও পড়ুন

মৃত্যুর কত কাছাকাছি আপনি তার ইঙ্গিত দিতে পারবে কৃত্রিম বুদ্ধি (এআই) চালিত একটি ক্যালকুলেটর। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা এ ধরনের একটি ক্যালকুলেটর তৈরি করেছেন। এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসা সাময়িকী ল্যানচেট ডিজিটাল হেলথে।

গবেষণায় বলা হয়, এআই প্রযুক্তি ব‌্যবহার করে তৈরি করা হয়েছে এমন এক ইসিজি (ইলেক্ট্রোকার্ডিয়োগ্রাম), যার সাহায্যে সহজেই ইঙ্গিত পাওয়া যাবে একজন মানুষের কখন মৃত্যু হতে পারে। যুক্তরাজ্যের লন্ডনের এনএইচএস ট্রাস্টের হাসপাতালের গবেষক-চিকিৎসকরা এআই নির্ভর এই ইসিজির নাম দিয়েছেন ‘ডেথ ক‌্যালকুলেটর’ বা এআই-ইসিজি রিস্ক এস্টেমেশন (এআইআরই)।

লন্ডনের দু’টি হাসপাতালে ট্রায়াল হিসাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু করা হবে আগামী বছরেই। আর আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যের সরকারি হাসপাতালগুলোতে এই ইসিজির ব‌্যবহার ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে গবেষকদের।

গবেষকরা জনান, এক লাখ ৮৯ হাজার ৬৩৯ জন রোগীর ইসিজি রিপোর্টের তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ক্যালকুলেটরকে। এই ক্যালকুলেটরে এই রোগীদের মোট ১১ লাখ ৬০ হাজার ইসিজি রিপোর্টের ডেটা ইনপুট দেওয়া হয়েছে।

গবেষণায় দেখা গেছে, দশ জনের মধ্যে আট জন রোগীর ক্ষেত্রে এই যন্ত্র হার্ট ফেলিওরের ঝুঁকি আছে কি না কিংবা কোন রোগে তিনি ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন বা তাঁর মৃত্যু কবে হতে পারে তার ধারণা দিতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ