Friday, November 8, 2024

ঢাবি রোকেয়া হলের ছাত্রীদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বেগম রোকেয়া হলের আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে হলটির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একপর্যায়ে হলের ভেতর থেকে মরিচের গুঁড়া ও পানি নিক্ষেপ করা হলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন

শিক্ষার্থীদের অভিযোগ, হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরাই এ কাজ করেছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগ। এর পর থেকে রাজু ভাস্কর্য দখলে নিয়েছে তারা। শেষ খবর পাওয়া সোয়া ৫টার দিকে শেখ রাসেল টাওয়ার এলাকায় আন্দোলনকারীদের ধরে আবার মারধর করে এবং সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসারতদেরও মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ