Friday, November 8, 2024

‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে

আরও পড়ুন

বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। একটি গান দিয়ে তিনি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। চলে এসেছেন আলোচনায়। হয়েছেন গ্রেপ্তারও। এবার তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ।

হান্নানের গ্রেপ্তারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি বিদ্রোহী গান বের করেন। গানের শিরোনাম ‘কথা ক’। যার গানটিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।

এদিকে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।

আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷’ গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ