ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনের ওপর হামলার চিত্র উঠে এসেছে।
বুধবার (৩১ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দীর্ঘক্ষণ আটকে রাখা এবং নির্বিচারের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৭ অক্টোবর থেকে অসংখ্য ফিলিস্তিনিকে আটকে রেখে নির্যাতন চালিয়েছে তারা।
জাতিসংঘের এ প্রতিবেদনে নারী ও পুরুষের যৌন নির্যাতনসহ বিভিন্ন রকমের নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণেরও অভিযোগ করা হয়েছে।
জাতিসংঘের এ অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অন্তত ৫৩ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি সামরিক স্থাপনা এবং কারাগারে মারা গেছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, আমার অফিস ও অন্যান্য সংস্থাগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। তাদের বিরুদ্ধে বন্দিদের পানিতে নির্যাতন (ওয়াটারবোর্ডিং) এবং কুকুর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বন্দিরা জানিয়েছেন, তাদের খাঁচায় রাখা হয়েছে, দীর্ঘ সময় ধরে নগ্ন অবস্থায় রাখা হয়েছে এবং কেবল ডায়াপর পরিয়ে রাখা হয়েছে।
জাতিসংঘের তদন্তকারীদের তারা জানিয়েছেন, দীর্ঘ সময় তাদের চোখ বেঁধে রাখা হয়েছে। এ ছাড়া তাদের খাবার, ঘুম ও পানি দেওয়া হয়নি। এ ছাড়া তাদের বৈদ্যুতিক শক ও জলন্ত সিগারেটের স্যাকা দেওয়া হয়েছে।
কয়েকজন বন্দি জানিয়েছেন, তাদের ওপর হিংস্র কুকুর ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে জানিয়েছেন, তাদের পানি দিয়ে নির্যাতন এবং হাত বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ কেউ যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতারও অভিযোগ করেছেন।